Overview
#হিমালয়ের দেশ নেপাল ভ্রমন









09639885522, 01833372633

১/ এসি কোস্টারের মাধ্যমে কাঠমুন্ডু, পোখরা ও সকল সাইট সিয়িং ঘুরাঘুরি।
২/ কাঠমুন্ডুতে ১ রাত ট্যুরিষ্ট স্ট্যান্ডার্ড ডিলাক্স হোটেলে রাত্রিযাপন।
৩/পোখরায় ২রাত ট্যুরিষ্ট স্ট্যান্ডার্ড ডিলাক্স হোটেলে রাত্রিযাপন।
৪/ নাগরকোট ১ রাত ট্যুরিষ্ট স্ট্যান্ডার্ড ডিলাক্স হোটেলে রাত্রিযাপন।
৫/ব্রেকফাষ্ট, লাঞ্চ, ডিনার
৬/কাঠমুন্ডু ও পোখরায় হাফ ডে সাইট সিয়িং
৭/সারংকোট সানরাইজ ট্যুর
৮/২৪ ঘন্টা গাইড সার্ভিস
৯/ভিসা এসিস্ট্যান্ট সার্ভিস
১০/ সকল ধরনের হোটেল ট্যাক্স

**** বিমানের টিকেট ****
১। যেকোন ব্যাক্তিগত খরচ (মিনি বার, রুম সার্ভিস, লন্ড্রি, টেলিফোন বিল, এন্ট্রি ফি, ঔষধ)
২। প্যাকেজে উল্লেখিত নয় এমন খরচ।
৩। বাঞ্জি জাম্প, প্যারাগ্লাইডিং, কোন ধরনের রাইড, রাফটিং
৪। কোন ধরনের ব্যাক্তিগত বীমা।
৫। ট্যুরিস্ট প্ল্যাস গুলোতে এন্ট্রি টিকেট



বিকাশ পেমেন্ট এর ক্ষেত্রে খরচসহ পাঠাতে হবে।



ক/২৭, ৩ প্রগতি স্মরণি রোড, যমুনা ফিউচার পার্কের বিপরীতে।


নেপালের জন্য কোন ভিসা করতে হয় না। অনএরাইভাল ভিসা দেয়।

১) MRP পাসপোর্ট (ডিজিটাল)।পুরাতন থাকলে অবশ্যই সংযোজন করে নিয়ে নেবেন । মেয়াদ ৬ মাসের বেশি মেয়াদ থাকতে হবে।
২) সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি এবং পাসপোর্টের ফটোকপি।
৩) ন্যাশনাল আইডি অথবা জন্ম সনদের ফটোকপি।
৪) মাস্টার কার্ড অথবা ডলার এন্ডোর্সমেন্ট । ব্যাংক থেকে এন্ডোর্সমেন্ট করিয়ে নিতে পারেন।


– অবশ্যই ট্রাভেল ব্যাগ (কাধে ঝোলানো) ।
– নেপাল শীত প্রধান এলাকা, তাই সাথে কিছু মোটা কাপড় রাখতে হবে। ট্রিপের কাছাকাছি সময়ে সেখানকার অবস্থা জেনে আমরা আপডেট দিতে থাকবো।
– সানগ্লাস, হ্যাট, সান ক্রিম(যদি অতিরিক্ত ত্বক সচেতন হন) ।
– প্রয়োজনীয় ঔষধ।
– ক্যমেরা এবং এর এক্সট্রা ব্যাটারি।
– চার্জের জন্য পাওয়ার ব্যাংক ।
– ট্রাভেল পিলো ।
– চাদর ।
।

১। ট্যুর চলাকালীন একজন গাইড সার্বক্ষনীক গ্রুপের সাথে থাকেন যার ফলে কারো কোন সমস্যা হলে সাথে সাথে তার সমাধানের চেষ্টা করা হয়।
২। আমাদের প্রতিটি ট্যুর অত্যন্ত প্ল্যান মাফিক হয়ে থাকে। সবক্ষেত্রে পরিকল্পনামাপিক লোকাল ট্রান্সপোর্ট, হোটেল সবকিছুর ব্যাবস্থা আগ থেকেই রেডি করা থাকে যার কারনে কোথাও কোন ধরনের ভোগান্তি পোহাতে হয় না।
৩। স্ট্যান্ডার্ড মানের হোটেল এর ব্যাবস্থা করা হয়ে থাকে।
৪। ট্যুর প্ল্যান এ যেসকল স্পট এর কথা উল্লেখ আছে প্রতিটা স্পট কাভার করা হয়।
৫। ট্যুর মেম্বারদের ঘুরাঘুরির ক্ষেত্রে যথেষ্ট সময় দেওয়া হয়।
৬। একটি সুন্দর ও আনন্দময় ট্যুরের জন্য আপ্রান চেষ্টা করা হয়।
৭। কোন ধরনের হিডেন চার্জ নেই।
৮। নিরাপত্তার ক্ষেত্রে ১০০% নজর দেওয়া হয়।
৯। আমাদের নেপাল ট্যুরে একজন অভিজ্ঞ গাইড পুরো ট্যুর এ থাকবেন যাতে আমাদের ট্যুর প্ল্যান সঠিকভাবে পরিচালিত হয়।
১০। সোজাকথা আপনি আপনার বন্ধুবান্ধব কিংবা পরিবারের সাথে ট্যুরে যেভাবে করতেন আমাদের ট্যুরগুলো সেভাবেই হয়ে থাকে।
#মনে রাখবেন সস্তা ট্যুর কখনই ভালো হয়না।

১। স্থানিয়দের সাথে কোনভাবেই তর্কে যাওয়া যাবে না।
২। ভ্রমনের সময় কোন ধরনের মাদকদ্রব্য বহন করা যাবে না।
৩। মজা আমরা অবশ্যই করব তবে সেটা যেন সীমা অতিক্রম না করে। কোন ধরনের অশ্লীলতা বরদাস্ত করা হবে না।
৪। দলগত ভাবে ঘুরে বেড়াবো।
৫। হোটেলে শেয়ার ব্যাসিস সবাইকে মিলেমিশে থাকতে হবে। মেয়েদের জন্য আলাদা রুমের ব্যাবস্থা থাকবে। (প্রতিরুমে ২/৩জন)
৬। খাবারের মান যতটা ভাল করা যায় চেষ্টা করা হবে।
৭। পরিস্থিতির উপর নির্ভর করে যেকোন সিদ্ধান্ত সবার সাথে আলোচনা সাপেক্ষে নেওয়া হবে এবং সেক্ষেত্রে এডমিনের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গন্য হবে।
৮। যত্রতত্র ময়লা না ফেলে একটা নির্দিস্ট স্থানে ফেলব।
৯। সর্বোপরি সবার সহযোগিতা ও আন্তরিকতায় ট্যুর সুন্দর ও সাফল্যমন্ডিত করা সম্ভব আশা করি সবাই করবেন।


এই ট্রিপ এ সবাই যেতে পারবেন (ছেলে/মেয়ে/ ফ্যামিলি/কাপল)।
